নিজস্ব প্রতিবেদক o
আসক্ত পুনর্বসান কেন্দ্র (আপস) স্বেচ্ছাসেবকদের দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রদান করেন।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) নগরীর ভাটাপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওরিয়েন্টেশনে রাজশাহী ও নাটোর জেলার মোট তেইশজন সেচ্ছাসেবক অংশগ্রহন করেন।
ইউএসএইড এবং ইউকেএইড এর অর্থায়নে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় ও লাইট হাউস কনসোর্টিয়ামের দাড়াও প্রকল্পের বাস্তবায়নে ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন জোন-২ এর কাউন্সিলর আয়েশা খাতুন।
আরো উপস্থিত ছিলেন লাইট হাউস দাড়াও প্রকল্পের ব্যবস্থাপক এস.এম মনোয়ার হোসেন, আপস এর প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রেজা। ওরিয়েন্টেশন পরিচালনা করেন আলামিন বাশার নিপু।
বাংলার কথা/পিআর/জানুয়ারি ১৩, ২০২১