হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিবেদক o
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পির উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সিন্দুর্না ইউনিয়নে হাতীবান্ধা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকশ গরীব ও অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে উপজেলার কয়েকটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাহাজুল আলম খান রুপম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী মাহমুদুল হাসান সোহাগ।
এ সময় আরও উপজেলা মহিলা আওয়ামী লীগের এর সাধারণ সম্পাদিকা মর্জিনা বেগম, যুবলীগ সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, শ্রমিকলীগ সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্ট, সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ইসলাম, ছাত্রলীগ নেতা তানভীর আজম খান রিদম, সাইদুল ইসলাম জীবনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলার কথা/সিদরাতুল মোত্তাকিন/জানুয়ারি ১৩, ২০২১