বাংলার কথা ডেস্ক ০
ইরানের নৌবাহিনীতে এ যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ‘মাকরান’ আনুষ্ঠানিকভাবে ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়েছে। পার্সটুডে।
ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে, এডেন উপসাগরের বাবুল মান্দেবে এবং লোহিত সাগরের মতো এলাকায় ইরানের সামরিক বাহিনীর অভিযানের সময় এই জাহাজ লজিস্টিক সাপোর্ট দেবে।
‘মাকরান’ নামে পরিচিত হেলিকপ্টারবাহী যুদ্ধ জাহাজটি ইরানের নৌ বিশেষজ্ঞরা তৈরি করেছেন। এছাড়াও এ সময় ইরানি নৌবাহিনীতে আরো একটি দ্রুতগতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ‘জেরেহ’যুক্ত করা হয়েছে।
নেভির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদির মতে, একই শ্রেনীর অন্যান্য জাহাজ আগামী বছরগুলিতে উৎপাদিত হবে।
তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইনের নির্দেশে যুদ্ধজাহাজটি দক্ষিণ উপকূলে নৌ-বহরে যোগ দিয়েছে।
বাংলার কথা/অমিত পার্থ/ জানুয়ারি ১৩, ২০২১