নিজস্ব প্রতিবেদক o
সুফিয়ান চিশতী বক্সিং (এসসিবি) ক্লাবের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কোর্সে অংশগ্রহণকারী বক্সারদের হাতে সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে রাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ।
সুফিয়ান চিশতী বক্সিং ক্লাবের সভাপতি শফিউল আজম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. মাজেদা বেগম, আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল।
রাজশাহী নগরীর তেরখাদিয়ায় আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজ মাঠে গত ১২ ডিসেম্বর হতে ৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত ২২দিনব্যাপী এ উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সুফিয়ান চিশতী বক্সিং (এসসিবি) ক্লাবের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ ক্যাম্পে ৬ হতে ১৮ বছর বয়সী সকল ১শ ১১জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
এ সময় জাতীয় রেফারি মো. রকিবুল হক তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিবুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জামিল আক্তার, জুনিয়র প্রশিক্ষক মুস্তাকিন উপস্থিত ছিলেন।
বাংলার কথা/পিআর/জানুয়ারি ০৫, ২০২০