মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট o
ই-সার্ভিস ও সেবা সহজিকরণের যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৭ ডিসেম্বর) বুড়িমারী স্থলবন্দর মিলনায়তনে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কে এম তারিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, লালমনিরহাট ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পিপিএ সিনিয়র সচিব এম এন জিয়াউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা প্রমূখ।
এ সময় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলার কথা/ডিসেম্বর ২৭, ২০২০