কুড়িগ্রাম প্রতিবেদক o
মহান বিজয়ের মাসে কুড়িগ্রাম সাহিত্য পরিষদ কর্তৃক তরুণ কবি মোল্লা উমরকে সম্মাননা স্বরুপ স্বর্ণ মেডেল প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) কুড়িগ্রামের কবি মোল্লা উমরের লেখা ৩য় কাব্য গ্রন্থ ‘অন্বেষণ’ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় কবি সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজিয়া ইয়াসমিন বেবি, সাধারন সম্পাদক রিদয় আহমেদ, প্রাক্তণ শিক্ষক সহিদুর রহমান সহ স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসি।
বাংলার কথা/রফিকুল ইসলাম/ডিসেম্বর ২৬, ২০২০