নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক o
‘জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দিবো … এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায় সারা বিশ্বকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে বাঙালি জাতি মুক্তির স্বপ্ন দেখেছিলেন।’
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে আজ রোববার বিকালে নাচোল থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নাচোল থানার ওসি সেলিম রেজা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারি কমিশনার (ভূমি) খাদিজা বেগম, সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম, হাসান, সহকারী দুলাল উদ্দিন খাঁন, কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, সমাজসেবা অফিসার আল গালিব সহ প্রমূখ। সভায় বক্তারা ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
বাংলার কথা/জোহরুল ইসলাম জোহির/মার্চ ০৭, ২০২১