নিউজ ডেস্ক :
টি-টোয়েন্টি ক্রিকেটকে বলা হয় ব্যাটসম্যানের খেলা। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বোলারের চেয়ে ব্যাটসম্যানের ভালো করার সুযোগ বেশি। এখানে ওভারের প্রতি বলেই ছক্কা হাঁকানোর রেওয়াজ রয়েছে।
টি-টোয়েন্টিতে ২০০ রান করেও দুশ্চিন্তায় ভুগতে হয় আগে ব্যাট করা দলগুলোকে। তার মানে ১২০ বলে ২০০ রান করেও পরাজয়ের শঙ্কা থেকেই যায়। অথচ বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করেন নিয়মিত ১৬০-১৭০ রান করলেই জয় সম্ভব।
রোববার অস্ট্রেলিয়ার ব্রিজবেনে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ বলেন, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কেবল একটি স্কোর ছিল দুইশ ছাড়ানো। ২০০ করা নিয়ে তাই আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, আমাদের বোলিং আক্রমণ দিয়ে আমরা ম্যাচ হারার চেয়ে জিতবই বেশি।
তিনি আরও বলেন, আমার মনে হয় না অস্ট্রেলিয়ার মাঠে ২০০ রান করার দরকার আছে। বিশ্বকাপে ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর। আমরা যদি ১৭০ রান করতে পারি তাহলে খুবই খুশি থাকব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে।
প্রসঙ্গত, সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।