শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ১৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

হ্যালোইন উৎসবে মৃত্যু, তদন্ত কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
নভেম্বর ১২, ২০২২ ২:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫৬ জন মারা যান। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে তার নিজ বাসা থেকে। স্থানীয় সময় শুক্রবার (১১ নভেম্বর) রাতে সিউলে নিজ বাড়ি থেকে ৫৫ বছর বয়সী জিওং নামে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওংসান পুলিশ স্টেশনের তদন্ত শাখার প্রধান ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় হ্যালোইন উৎসব উদযাপনকালে বহু লোকের সমাগম ঘটে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এই উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে হ্যালোইন উৎসব হয়। এবার সেই উৎসবে পদদলিত হয়ে নিহত হন ১৫৬ জন। তাদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক। এ ঘটনায় আহত হন আরও ১৯৬ জন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী। যাদের বয়স ২০ বছরের কম।

জিওং ওই ঘটনার তদন্তের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু গত বুধবার গাফিলতির অভিযোগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ওই ঘটনার একটি গোয়েন্দা প্রতিবেদন ডিলিট করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তার পরিবারের একজন সদস্য তাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত করছে তারা।

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতের ঘটনার দিন ১৩৭ জন পুলিশ কর্মকর্তা দায়িত্বে ছিলেন। কিন্তু এতো ভিড় ছিল যে পরিস্থিতি সামাল দিতে পারেননি তারা। ফলে নিহতদের স্বজনরা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন।

দক্ষিণ কোরিয়ার সরকার এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রীয় শোক পালন করে। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান। বিশেষ করে টিনএজার এবং যারা ২০ বছরের নিচের বয়সী তাদের জন্য গভীর দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সূত্র: বিবিসি

সর্বশেষ - প্রচ্ছদ