নিউজ ডেস্ক :
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
তার পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের সকল দ্বীনদার মুসলমানদের কাছে দোয়া চাওয়া হয়।
সূত্র জানিয়েছে, হেফাজতের আমির পিত্তথলিতে পাথর হওয়া জনিত রোগে ভুগছেন।