লালমনিরহাট প্রতিনিধি o
লালমনিরহাটের হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিনজিরা বেগম (৪২) নামে এক বীর মুক্তিযোদ্ধার মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় (১৮ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে নির্যাতনের স্বীকার বিনজিরা বাদী হয়ে গোলজার হোসেনকে প্রধান আসামী করে আরও দুইজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দিঘীর হাট এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হলেন, উপজেলার সিংগীমারী এলাকার মৃত ছাদেক হোসেনের ছেলে গোলজার হোসেন (৫০), তার ছেলে শাকিল (২১) ও ছেলের বউ শরীফা বেগম (১৯)। নির্যাতনের শ্বীকার বিনজিরা উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত. বাদশা মিয়ার মেয়ে এবং একই এলাকার দেলোয়ারের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার মেয়ে বিনজিরার সাথে অভিযুক্তের ছেলে শাকিলের সাথে বাকবিতন্ডা হয়। পরের দিন ১৭ সেপ্টেম্বর বিকেলে আলাপ আলোচনার কথা বলে উপজেলার দিঘীরহাট বাজার থেকে বিনজিরাকে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। মাঠে যাওয়ার পর কোন কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা বিনজিরাকে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। শুধু তাই নয় বাশের লাঠি দিয়েও তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় বিনজিরার আত্মচিতকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। পরের দিন ১৮ সেপ্টেম্বর বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিনজিরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গোলজার হোসেন বলেন, বিনজিরার সাথে আমার ছেলের ঝগড়া হয়। সে বিষয়ে জানতে তাকে ডাকলে সে আমার ডাকে সাড়া না দিলে আমার ছেলের বউ তাকে শুধু কয়েকবার ধাক্কা দেয়। এছাড়া তাকে কোন মারধর করা হয়নি বলে তিনি জানান।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, এ বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
বাংলার কথা/রবিউল ইসলাম রবি/ সেপ্টেম্বর ১৯ ,২০২০