হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিবেদক o
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ সময় ১৮৬জন কৃষকের মাঝে হ্যান্ড স্প্রেয়ার, পাওয়ার স্প্রেয়ার, ফুটপাম্প, উইডার, ট্রান্সপ্লান্টার, রিপার, পাওয়ার থ্রেসার, উইনোয়ার ও গ্রেইন ময়েশ্চার মিটার বিতরণ করা হয়।
কৃষি ও গ্রামীণ উন্নায়ন প্রকল্পের আওতায় শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার সিংহ, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু প্রমুখ।
বাংলার কথা/সিদরাতুল মোত্তাকিন/জানুয়ারি ৩১, ২০২১