হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিবেদক o
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মরহুম আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে নর্থল্যান্ড পরিবারের অয়োজনে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান আহমেদ, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি সকালে নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আবুল হোসেন হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেন।
বাংলার কথা/সিদরাতুল মোত্তাকিন/ফেব্রুয়ারি ২৩, ২০২১