লালমনিরহাট প্রতিনিধি o
লালমনিরহাটের হাতীবান্ধায় পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আলম রোকন ও গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমানের অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রায়াত চেয়ারম্যানের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিরু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা থানা কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম প্রমূখ।
এছাড়া সভায় ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
বাংলার কথা/রবিউল ইসলাম রবি/ সেপ্টেম্বর ২৪, ২০২০