নিউজ ডেস্ক :
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পর পর দুই বার প্রতিদ্বন্দ্বিতা করে কোন ভোটারের মন জয় করতে পারেননি সাধারণ সদস্য প্রার্থী আব্দুল মুহিত। সে গত জেলা পরিষদ নির্বাচনে শূন্য ভোট পেয়েছিলেন। এবারও নির্বাচনে শূন্য ভোট পেয়েছেন সদস্য প্রার্থী আব্দুল মুহিত।
জানাযায়, গত জেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মোঃ আব্দুল মুহিত নির্বাচনে অংশ নিয়ে ৫টি ইউনিয়নের ৬৭ ভোটের মধ্যে উঠ পাখি প্রতিকে শূন্য ভোট পান। তিনি শুণ্য ভোট পেয়ে আশাহত হননি। এবারও জেলা পরিষদ নির্বাচনে তিনি আবার অংশ নেন, তার প্রতীক ছিলো সিএনজি। এবার ওয়ার্ড বর্ধিত করে সারা উপজেলা ব্যাপী ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে অন্তভুক্ত করা হয়। মোট ভোটার সংখ্যা ছিলেন ১৮৫ জন।
নির্বাচনে পর তার প্রতিক্রিয়া ছিলো ভোটার তার সাথে বেঈমানি করেছেন। তিনি ভোটারের সাথে বেঈমানি করেননি। কাঠল পাতা দিয়ে কোন ছাগল (ভোটার) কেনেননি।