স্বপ্ন পূরণের মিথ্যে আশ্বাসের বাণীগুলো আজও কানে বাজে..
বাবার চোখে দেখা ছেলের বড় হবার স্বপ্ন,
ভাইয়ের চোখে বোনের সুখী হবার স্বপ্ন,
জেগে জেগে দেখা মায়ের কষ্ট বিবর্জিত পুরনো সংসারের নতুন স্বপ্ন ,
প্রেমিকের চোখে উপচে পড়া ভালোবাসার স্বপ্ন;
অবাস্তব প্রেমকে বাস্তব করার মিথ্যে এক স্বপ্ন।
আবার ব্যর্থতায় ভরা ছোট্ট এক জীবনের সার্থক হবার স্বপ্ন;
অপূরণীয় স্বপ্নের মাঝে সুখ খোঁজার স্বপ্ন,
হতাশা নিয়ে বেঁচে থেকেও দুচোখে শুধু স্বপ্ন দেখার স্বপ্ন,
ক্ষুধার রাজ্যে একমুঠো ভাতের স্বপ্ন,
ভূ-উপগ্রহে মংগলগ্রহ ঘুরে আসার সুপ্ত স্বপ্ন,
বুকের মাঝে লালিত অবাস্তব এক ভালোবাসার স্বপ্ন;
বাস্তব এক কষ্টমাখা জীবনের স্বপ্ন পূরণ করবার মিথ্যে আশ্বাসের স্বপ্ন।
তবুও সবার দুচোখ জুড়ে থাক ভালোবাসার টুকরো টুকরো রঙিন স্বপ্ন-
হোকনা সেটা অবাস্তব আর কল্পনার।
বাংলার কথা/ডিসেম্বর ১৭, ২০২০