বুধবার , ২ নভেম্বর ২০২২ | ৮ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

সেমির লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন বাংলাদেশ

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
নভেম্বর ২, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠার লড়াইয়ে সৌম্য সরকারকে বাইরে পাঠিয়ে শরিফুল ইসলামকে দলে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারতের একাদশেও রয়েছে এক পরিবর্তন। দীপক হুদার জায়গায় দলে ফিরেছেন অক্ষর প্যাটেল।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় অ্যাডিলেডে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ।
দুই দলেরই সেমিফাইনাল ভাগ্য নির্ধারণ করছে এই ম্যাচের ওপর। হেরে গেলে সর্বনাশ, জিতলে টিকে থাকবে আশা। তাই জয়ের জন্য কোমর বেঁধে নামবে বাংলাদেশ ও ভারত।

অপরদিকে, বাংলাদেশ দলের শেষ ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প ছাড়া কোনো কিছুই ভাবছে না সাকিব বাহিনী।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকটেকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং।

সর্বশেষ - প্রচ্ছদ