মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ৮ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

সেমির আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
নভেম্বর ১, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ৯ বল হাতে রেখে পৌঁছে যায় দাসুন শানাকার দল। তিনে নামা ধনঞ্জয়া ডি সিলভা ৪২ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন।

ওপেনার কুশল মেন্ডিস করেন ২৫ রান। ১৯ রান এসেছে চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ও মুজিব উর রহমান জাদরান দুটি করে উইকেট পান।

এর আগে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। ব্যাট হাতে আফগানদের পক্ষে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। অপর ওপেনার উসমান গনি করেন ২৭ রান। এছাড়া ইব্রাহিম জাদরান ২২, নজিবুল্লাহ জাদরান ১৮ ও মোহাম্মদন নবি ১৩ রান করেন।
৪ ওভারে ১৩ রানে তিন উইকেট পাওয়া লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ম্যাচসেরা হয়েছেন। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ -১ এর তিন নম্বরে উঠে এল শ্রীলঙ্কা। সমান ৫ পয়েন্ট করে নিয়ে শ্রীলঙ্কার উপরে আছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই গ্রুপের সেরা দুই দল জায়গা পাবে সেমিফাইনালে।

সর্বশেষ - প্রচ্ছদ