নিউজ ডেস্ক :
চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে তিন দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরের সুলতান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুলতান উৎসব শুরু হয়। এই উৎসবের দ্বিতীয়দিনে শুক্রবার সকাল ১০টার শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মঞ্চ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ প্রমূখ। শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫৩০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে, জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বিকেলে (২২ অক্টোবর) নড়াইলের চিত্রা নদীতে নজরকাড়া নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ দলের অংশগ্রহণে দৃষ্টিনন্দন নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় ২০ টি নৌকা অংশগ্রহণ করবে। নড়াইলের শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।