বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ৮ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

সুজানগরে বালুবাহী গাড়ির চাপায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২১, ২০২২ ১:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
পাবনার সুজানগরে বালু পরিবহনকারী অবৈধ হ্যারো গাড়ি চাপায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু মর্মান্তিক হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোস্তাকিম শেখ। সে স্থানীয় চরভবানীপুর এলাকার মো.আনিছুর রহমান শেখের ছেলে। নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, দুপুর ১২টার দিকে বাড়ির নিকটে অবস্থিত একটি দোকান থেকে বিস্কুট কিনে নিজ বাড়ীতে ফিরছিলেন মোস্তাকিম।

এসময় পদ্মার চর থেকে বালুবোঝাই করে সুজানগর পৌর শহরে যাবার পথে অবৈধ হ্যারো গাড়িটি শিশুটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরভবানীপুর এলাকার বাসিন্দা মো.মোফা খাঁরওই অবৈধ হ্যারো গাড়িটির চালক ছিলেন স্থানীয় আনছার মোল্লার ছেলে বাপ্পী বলে জানা যায়। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে কিছুতেই থামছেনা মোস্তাকিমের বাবা ও মায়ের আহাজারি।

নিষ্পাপ শিশু মোস্তাকিমের কফিনে মোড়ানো লাশের পাশে বসে আহাজারি করছেলেন আর বারবার মুর্চ্ছা যাচ্ছিলেন তার মা-বাবা। শিশুটির মর্মান্তিক এ মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে চরভবানীপুর গ্রাম। সজল চোখে সবাই বুঝ দিচ্ছেন ছেলে হারা মা-বাবাকে।

কিন্তু কিছুতেই বুকের মানিক মোস্তাকিমকে হারোনোর শোক ভুলতে পাছেননা তার মা-বাবা।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক হ্যারো গাড়িটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

সর্বশেষ - প্রচ্ছদ