সিরাজগঞ্জ প্রতিনিধি o
সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে -খরিপ২/২০২০/২১ মৌসুমে বন্যায় ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় বিনামূল্যে শাক ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুম হতে সদর উপজেলার ৩৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাক ও সবজি বীজ বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলাপরিষদের ভাইস-চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা।
বীজ বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ রোস্তম আলী।
বাংলার কথা/আজিজুর রহমান মুন্না/সেপ্টেম্বর ২৪, ২০২০