নিউজ ডেস্ক :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপকূলীয় জেলা ঝালকাঠিতে গাছ পড়ে ভেঙে গেছে প্রায় শতাধিক বসতঘর। এছাড়া সিত্রাংয়ের তাণ্ডবে জেলার কয়েক হাজার ছোট বড় ও মাঝারি আকারের গাছ হেলে ও ভেঙে পড়েছে। হালকা ও ভারী বর্ষায় এবং দমকা হাওয়ায় গত দুই দিন ধরে জেলায় কিছু এলাকায় সাময়িক সময় বিদ্যুৎ থাকলেও অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়ে জেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ও লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকাল থেকে রোদ ওঠায় অনেক ফসল ও সবজির ক্ষেত শুকিয়ে যেতে শুরু করেছে। বৃষ্টি ও পানি বৃদ্ধিতে ক্ষেত তলিয়ে লাল শাক, ধনে পাতা, পালং শাক, মুলা শাক ও পেঁপেসহ নানা প্রকারের সবজি ও শাক নষ্ট হয়ে গেছে। তবে রোদ ওঠায় এসব সবজি ও ফসলের গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উৎপাদিত সবজি পচে যাওয়া থেকে রক্ষার জন্য অল্প দামে বিক্রি করতে কৃষকরা তা দ্রুত তুলে বাজারে নিচ্ছে। অনেক ক্ষেতের পেঁপে ও কলা গাছসহ নানা গাছ ঝড়ে ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবের ফলে বসতঘর, গাছপালা, ফসল ও সবজির ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতি নিরূপণে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।