বাংলার কথা ডেস্ক ০
নিজের সাধারণ আই পেনসিলটাকেই জেল পেনসিলের মতো বানিয়ে ফেলার এই ম্যাজিক করতে আপনার সময় লাগবে ঠিক ৩০ সেকেন্ড! ভাবছেন কীভাবে? নিচে রইল তার উপায়-
১.আই পেনসিল বা কাজল পেনসিলটাকে শার্পনার দিয়ে একটু কেটে মুখটা সূচলো করে নিন। তারপর একটা দেশলাই কাঠি জ্বেলে আগুনের শিখায় একবার দ্রুতগতিতে পেনসিলের মুখটা ছুঁইয়ে নিন। ছুঁইয়েই সরিয়ে নেবেন, আগুনে ধরে থাকবেন না যেন।
২. এবার১০-১৫ সেকেন্ড অপেক্ষা করুন, যাতে পেনসিলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তারপর হাতের পাতায় ঘষে দেখে নিন। গলে যাওয়া কাজল হাতে লেগে যাবে।
৩. এই কাজল দিয়ে চোখের উপরের আর নিচের পাতা সযত্নে এঁকে নিন। জেল লাইনারের মতো গাঢ় আর মসৃণ ফিনিশ পাবেন। ইচ্ছে করলে ব্রাশ দিয়ে হালকা স্মাজ করে নিতে পারেন!
এবার উপভোগ করুন নিজের গাঢ় কাজলকালো চোখের সবটুকু সৌন্দর্য ।
সূত্র:ফেমিনা।
বাংলার কথা/ সেপ্টেম্বর ১১, ২০২০

