বাংলার কথা ডেস্ক :
সাতক্ষীরার শ্যামনগরে এমআরএ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি হৃদপিণ্ড নিয়ে যমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে অপারেশন সম্পন্ন হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বায়োকেমিস্ট প্রভাষক ডা. মো. আনিছুর রহমান ও ডা. ফাতিমা ইদ্রিস ইভা সফলভাবে অপারেশন সম্পন্ন করেন। জন্মের পর দেখা যায়, বাচ্চা দুটি হলেও তাদের একটি হৃদপিণ্ড।
এমআরএ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক সোলাইমান হোসেন জানান, গরিব পরিবারের রোগী ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের ফজর আলীর স্ত্রী তহুরা এই টুইন বেবির জন্ম দেন।
পরিবারের পক্ষ থেকে ফজর আলী জানান ডাক্তাররা আমাদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিতে বলছিলেন- কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ায় আমরা বাইরে নিতে পারিনি।
Leave a Reply