নিউজ ডেস্ক :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য আশির্বাদ। যিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সর্বশক্তি বিনিয়োগ করে এগিয়ে যান। দেশ ও দশের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার সরকার বার বার দরকার।
আজ শুক্রবার বাঞ্ছারামপুর পাড়াতলী রবীন্দ্র-সরবর নির্মাণাধীন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. নূরে আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদূল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাুসদ প্রমুখ।