শুক্রবার , ২১ অক্টোবর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ দিশাহীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ২১, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অন্ধকার, দিশাহীন। তার মতো প্রগতিশীল নেতৃত্ব পঁচাত্তরের পরবর্তী বাংলাদেশে আর কখনো আসেনি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলার চারঘাট উপজেলার ঝিকরা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আমাদের নতুন আরেকটি লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। সেটি হলো ২০৪১ সালে উন্নত একটি রাষ্ট্রে পরিণত হওয়া। এ ধরনের চিন্তা শুধু শেখ হাসিনা-ই করতে পারেন। ভবিষ্যতে একমাত্র তিনি-ই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, বাঙালি জাতি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, ঘাতকের বুলেটের আঘাতে তাকে নির্মম হত্যার শিকার হতে হয়। তিনি তার লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই।

শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষাবান্ধব কাজের ধারাবাহিকতা ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের ফলে আজকে দেশের এত উন্নয়ন হচ্ছে। শিক্ষা মেয়েদের জন্য কতটা জরুরি সেটা প্রত্যেক অভিভাবককে উপলব্ধি করতে হবে। শিক্ষিত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আগে শিক্ষিত একজন মা দরকার। মেয়েদের যেকোনো মূল্যে কমপক্ষে ডিগ্রি পাস করাতে হবে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিকরা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে চারঘাট উপজেলা চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - প্রচ্ছদ