শুভদীপাবলি মঙ্গল আলোয় আলোকিত হোক সবার জীবন
অমাবস্যার রাত
নিকষ কালো অন্ধকার
অমাবস্যার রাত
মা এলেন অন্ধকারে
নিয়ে আলোর সাজ।
চারিদিকে আলোক সজ্জা
অমাবস্যার রাত
গভীর রাতে মায়ের পুজো
হয়েছে শুরু আজ।
ঘরে ঘরে চৌদ্দ বাতি
জ্বালিয়ে সবাই মোরা
স্মরণ করছি দুই কুলের
স্বর্গ বাসী যাঁরা
ভালো থাকুন সবাই তাঁরা
করুন আশীর্বাদ
তাঁদের আশিষে এগিয়ে যাবো
বাকি আছে যতকাল।
আজ পুজো কালি পুজো
দিওয়ালির ধুম
ঘরে ঘরে আলোক সজ্জা
রাতে নাই ঘুম।
ঘরে ঘরে প্রদীপ জ্বেলে
চলছে আরাধনা
মা যেনো ভালো রাখেন
সকলেই করছেন এই প্রার্থনা।।
। ধন্যবাদ।