নিউজ ডেস্ক :
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী দীন ইসলাম শাহরুখ ও নুসরাত শিফার দ্বৈত গান তারার শহরে। গানটির কথা লিখেছেন শামীম আহসান। সুর ও সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুখ। রাজ হৃদয়ের পরিচালনায় গানটির ভিডিও চিত্রে অংশ নিয়েছেন শিল্পীরা নিজেরাই।
গান প্রসঙ্গে দীন ইসলাম শাহরুখ বলেন, ‘একেবারে মেলোডিধর্মী একটি গান। নিরেট প্রেমের গান বলতে যা বোঝায় এটি এমনই।’
অন্যদিকে নুসরাত শিফা জানান, ‘শাহরুখের সঙ্গে এটাই আমার প্রথম দ্বৈত গান। আমার জন্য একাধিক গানের সুর ও সংগীতায়োজন করেছেন শাহরুখ ভাই। এই গানে তাকে সহশিল্পী হিসেবে পেয়ে ভালো লেগেছে। গানটি করে আমি খুব মজা পেয়েছি। আশা করছি শ্রোতারাও গানটিকে সেভাবেই গ্রহণ করবেন।’
লায়নিক মিউজিকের ব্যানারে নুসরাত শিফার একাধিক সলো গান প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানান নুসরাত শিফা। পাশাপাশি নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের জন্যও নিয়মিত গান তৈরি করছেন। অন্যদিকে দীন ইসলাম শাহরুখ মাঝখানে পরীক্ষার চাপে থাকলেও একাধিক অডিও ও সিনেমার গানের কাজ শুরু করেছেন।