

সিরাজগঞ্জ প্রতিনিধি o
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জিগারবাড়িয়া গ্রামে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আয়নাল খাঁ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আয়নাল খাঁ জিগারবাড়িয়া গ্রামের এনাম খায়ের পুত্র বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নারিকেল গাছের ডাল পরিষ্কার করা অবস্থায় বাড়ীর উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের তাঁরে জড়িয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলার কথা/আজিজুর রহমান মুন্না/ সেপ্টেম্বর ১৯, ২০২০