শঙ্কার প্রতিচ্ছায়া!
বিশ্বজিৎ কর
অজানা ভাবনা এখন গ্রাস করে!
সুখ-পাখিটা বেঁচে থাকবে তো?
কেমন যেন ছন্দহীন বাতাবরণ,
প্রিয়জনের নিস্পৃহতায় কষ্ট হয়!
ছেলেবেলার স্মৃতি ব্যঙ্গ করে –
কি হে মানুষ! সুখে আছো তো?
জীবনখাতার প্রতি পাতায় কি লিখছ?
আমি বলতে পারি না!
ভাষাহীনতায় কেঁপে উঠি….
অদ্ভুত এক শীতলতা জাঁকিয়ে বসে!
আমার জীবনখাতায় মৃত্যুর দাগ লেগেছে,
পোড়া কাঠের গন্ধ!
মাগো, আঁচল দাও, গন্ধ নেব…. !
ঠিকানা : বোড়াল কলকাতা পশ্চিমবঙ্গ ভারত
বাংলার কথা/জানুয়ারি ১০, ২০২১