বাংলার কথা ডেস্ক ০
গোলশূন্য প্রথমার্ধে নিজেদের প্রমাণ করে লিভারপুলকে ভালভাবেই সামাল দিচ্ছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ‘নতুন’ চেলসি। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষের দিকে দুর্দান্ত মানেকে আটকাতে গিয়ে বাজে ফাউল করে বসেন চেলসি ডেফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। আগে একবার হলুদ কার্ড দেখায় এবার লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন তিনি। আর দ্বিতীয়ার্ধেই ছ্ন্দ খুঁজে পায় লিভারপুল। দ্বিতীয়য়ার্ধের শুরুতেই জোড়া গোল করে বসেন সাদিও মানে। আর এর সাথেই একরকম শেষ হয়ে যায় চেলসির ম্যাচের সম্ভাবনা। ফলাফলও হয়েছে তাই। ঐ দুই গোল নিয়েই স্ট্যামফোর্ড ব্রিজ থেকে জয় তুলে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এই নিয়ে টানা চার লিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারল চেলসি। প্রিমিয়ার লিগের গত আসরে এই মাঠে ২-১ গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি পর্বে নিজেদের মাঠে ৫-৩ গোলে জয়ের পর তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ট্রফি।
অবশ্য স্টামফোর্ড ব্রিজে এক দুঃস্বপ্নের রাত কাটিয়েছেন চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তবে ব্লুজরা শক্তি হারায় আন্দ্রেস ক্রিস্টেনসেন মাঠ ছাড়ার পর।
সূত্র:টিবিটি।
বাংলার কথা/ সেপ্টেম্বর ২১, ২০২০

