লালমনিরহাটে ভারী বর্ষণে তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা, ধরলা ও রত্নাই নদীর তীরবর্তী নিমাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি অস্বাভাবিক ভাবেই বেড়ে বন্যার রুপ নিয়েছে। পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার চর এলাকাগুলো প্লাবিত হয়েছে। এসব এলাকার আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে মানুষ।
বাংলার কথা/ সেপ্টেম্বর ১৭, ২০২০