মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট o
বন্যায় লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট ও বীজ, কালভার্ট এখনও মেরামত না হওয়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের।
জানা যায়, সড়কে কোথাও উঠে গেছে ইট, পাথর। আর সেই সঙ্গে দেখা যাচ্ছে অসংখ্য খানা-খন্দক। কোথাও ভেঙে খন্ড খন্ড হয়ে গেছে সড়ক। ভেসে গেছে পাকা সড়কের মাটিও। সেখানে গভীর গর্তে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভেঙ্গে গেছে বিভিন্ন কাঁচা-পাকা সড়ক।
বন্যায় লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভারই কম আর বেশি বন্যা কবলিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)র গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ব্রীজ,কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। আর এসব এখনও মেরামত করা হয়নি।
বাংলার কথা/সেপ্টেম্বর ২২, ২০২০