লালমনিরহাট প্রতিনিধি o
লালমনিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ছয় হাজার চারা গাছ লাগানো হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস লিখে ঘোষনা দিলেন লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর। বুধবার (১৬ সেপ্টম্বর) রাত ৭.৩৮ মিনিটে জাবেদ হোসেন বক্কর নামে নিজ আইডি থেকে স্ট্যাটাসটি দেন জেলা ছাত্রলীগ সভাপতি।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন, গাছ থেকে আমরা বেচে থাকার অক্সিজেন পাই। গাছ না থাকলে পরিবেশের ভারসম্য নষ্ট হয়ে যাবে। এতে করে নতুন প্রজন্মর কাছে আমাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। এছাড়া গাছ লাগালে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। নতুন প্রজন্ম আমাদের নিয়ে গর্ব করবে।
জেলা ছাত্রলীগ সভাপতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হাতীবান্ধা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান জানান, ভাইয়ের এই উদ্যোগে আমরা উপজেলা ছাত্রলীগ অনুপ্রানিত। তিনি শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত না থেকে সব সময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। পরিবেশের ভারসম্য রক্ষায় তার এই কাজটি আগামীতে নতুন প্রজন্মের কাছে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করবে।
বাংলার কথা/রবিউল ইসলাম রবি/ সেপ্টেম্বর ১৬, ২০২০