সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ১৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

রাশিয়ার ১১৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ৯, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
রুশ চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভসহ ১১৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডকুমেন্ট থেকে এ কথা জানা গেছে।

নিষেধাজ্ঞার আওতায় আরো যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-অপেরা সংগীত শিল্পী আনা নেত্রেবকো, দার্শনিক আলেকজান্ডার ডুগিন, রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের জেনারেল ডিরেক্টর দিমিত্রি কিসেলিয়োভ, আরটি টিভি চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান। এছাড়া রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী, গায়ক ও অভিনেতা। আরো রয়েছেন ইউক্রেনের কয়েকজন বেসামরিক নাগরিক।

নিষেধাজ্ঞাগুলো হলো-ব্যাংক একাউন্ট জব্দ, অর্থনৈতিক ও আর্থিক দায়বদ্ধতা প্রত্যাহার, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বন্ধ, ইউক্রেনে প্রবেশ নিষেধ ও ইউক্রেনের রাষ্ট্রীয় পুরস্কার প্রত্যাহারসহ অন্যান্য। এসব নিষেধাজ্ঞা ১০ বছরের জন্যে বহাল থাকবে। এর আগে গত ডিসেম্বরে ক্যানোনিক ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের সাত পুরোহিতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন জেলেনস্কি।

সূত্র : তাস

সর্বশেষ - প্রচ্ছদ