রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি o
রাজীবপুর উপজেলার স্লুইসগেট এলাকা থেকে ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রহমতুল্লাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে ওই যুবককে ইয়াবা ট্যাবলেট সহ আটক করে রাজীবপুর থানার পুলিশ। আটককৃত রহমতুল্লাহ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সন্ন্যাসীর চর এলাকার আব্দুস ছালাম মাষ্টারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার ওসি নবিউল হাসান বলেন ,নিয়মিত টহলের সময় এসআই গোলক, এএসআই আতাউর রহমান ও মোসাদ্দেক এর টহল দলের হাতে রহমতুল্লাহ নামের এক যুবক ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
বাংলার কথা/সহিজল ইসলাম/ডিসেম্বর ২৯, ২০২০