নিজস্ব প্রতিবেদক o
রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি একেএম হাফিজুর রহমান বিপিএম-কে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী রাইফেল ক্লাবের নেতৃবৃন্দ।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জে ডিআইজি কার্যালয়ে একেএম হাফিজুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন রাইফেল ক্লাবের সহ-সভাপতি হোসেন আলী, লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাজু সহ কোষাধ্যক্ষ আবুল হোসেন, সদস্য ইমতিয়াজ আহম্মেদ শামসুল হুদা কিসলু ও বিএম হাসান।
এসময় বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির পক্ষ থেকে বিদায়ী ডিআইজি হাফিজুর রহমানের হাতে উপহার সমগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুন্না।
উল্লেখ্য, রাজশাহী রেঞ্জ ডিআইজি হাফিজুর রহমান রাজশাহী রাইফেল ক্লাবের সাবেক সভাপতি ও ক্লাবের আজীবন সদস্য ছিলেন।
বাংলার কথা/সেপ্টেম্বর ০৯, ২০২০

