নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সাড়ে ১০টার দিকে নগরীর বেলপুকুর ভারুইপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি নগরীর কাটাখালি থানার শ্যামপুর এলাকার মো: রেজাউল ইসলামের ছেলে। রাজশাহী মহানগর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বেলা সাড়ে ১০টার পর বেলপুকুর সড়কে মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় এক যুবক ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।