নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পন্য বিক্রয়।
বুধবার সকাল ১১ টার দিকে মহানগরীর কোর্ট ভেড়িপাড়ার মোড়ে নিম্ন আয়ের ১৭৩৩ জন মানুষের মাঝে চাল, ডাল, চিনি ও তেল বিতরণ করা হবে। একজন ভোক্তা ৪০৫ টাকার বিনিময়ে সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি নিতে পারবেন। দ্রব্যমূল্যের উধবগতির এ বাজারে স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ জানিয়েছেন উপকারভোগিরা।
পণ্য নিতে মো: আসাদ জানান, দ্রব্যমূল্যের উধবগতির বাজারে স্বল্পমূল্যে পণ্য পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। ৪০৫ টাকার টাকার মধ্যে আমরা তেল, ডাল ও চিনি পাচ্ছি। এ কারণে সরকারের প্রতি আমরা অনেক খুশি।