নিজস্ব প্রতিবেদক ০
রাজশাহীর অসহায় ৫০০ শীতার্ত মানুষ পেল পুলিশের কম্বল। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় চত্বরে কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানা এলাকার এসব দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
এসময় রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-কমিশনার আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-কমিশনার ডিএম হাসিবুল বেনজীর, পুলিশ কমিশনারের স্টাফ অফিসার সহকারী কমিশনার নাজমুল হাসান, কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ, কর্ণহার থানার ওসি আনোয়ার আলী তুহীন ও দামকুড়া থানার ওসি মাহবুব আলম উপস্থিত ছিলেন।
বাংলার কথা/জানুয়ারি ১৪, ২০২১