নিউজ ডেস্ক :
রাজশাহীর ভূবন মোহনপার্কে বিএনপির গণঅবস্থান কর্মসূচী শুরু হয়েছে। কেন্দ্রীয় কর্মসীচির অংশের আন্দোলনের অংশ হিসেবে এই গণঅবস্থান কর্মসূচী চলছে।
সকাল ১১ টার দিকে এর আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল ৯ টা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছে।
কর্মসূচীতে প্রæধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধানবক্তা হিসেবে আছেন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সমন্বয়ক হিসেবে আছে সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কেন্দ্রীয় অন্যান্য নেতা, জেলা ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।
গণ অবস্থান কর্মসূচী থেকে তত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবিতে নেতারা বক্তব্য রাখেন।