নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহীর মহানগরীর অলকার মোড়ে জ্বালানী নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় কয়লা বা গ্যাসে বিনিয়োগ বন্ধ করে পরিবেশ বান্ধব প্রকল্পে বিনিয়োগের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন “পরিবর্তন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেব্ট- বিডাব্লুজিইডি” এর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করেন।
এসময় বক্তব্য বক্তব্য রাখেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল অ্যাড. দিল সেতারা চুনি, সমাজকর্মী খাদেমুল ইসলাম, অগ্নি প্রকল্পের জেলা সমন্বয়কারি হাসিবুল হাসান প্রমুখ।
আয়েজিত মানববন্ধনে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধে যেখানে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ জীবাশ্ব জ্বালানী থেকে বেরিয়ে আসারা চেষ্টা করছে সেখানে বাংলাদেশে কয়লা, গ্যাস এবং পরমানু বিদ্যুতে বিনিয়োগ দেশকে একটি অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এসময় বক্তরা পরিবেশবান্ধব জ্বালানিতে সরকারী-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির আহবান জানান।
বক্তারা বলেন, সারা বিশ্বেই জ্বালানী সংকট চলছে। বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। সম্প্রতি জ্বালানী উপদেষ্টা আভাস দিয়েছেন বাংলাদেশও বড় সমস্যায় পড়তে যাচ্ছে । বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবেশ বান্ধব জ্বালানীতে বিনিয়োগ জরুরী। এখন অনেকেই পরমানু এবং গ্যাস ভিত্তিক প্রকল্পকে পরিবেশ বান্ধব জ্বালানী বলার চেষ্টা করছেন। আসলে বিষয়টা এটা ঠিক নয়।