নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলের ধাক্কায় নুরুউদ্দিন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল রেখে পালিয়ে যান চালক।
মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার তৈমুর শাহর ছেলে।
নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাতে ওই বৃদ্ধ রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় তালাইমারীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই পথচারী। স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে ওই চালক পালিয়ে গেছেন। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।