নিজস্ব প্রতিবেদক o
নাহারিন দুঃস্থ মহিলা সংস্থার উদ্যোগে আজ শুক্রবার( ১১ সেপ্টেম্বর) দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পবার মধ্য চরে দুপুরে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহারিন দুঃস্থ মহিলা সংস্থার সভানেত্রী সহিদুন্নাহার কাজি হেনা রহমান। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শাহান নাজমুস সাদাত, আসমা বেগম, হাসিব রেজা ও তফিকুল ইসলাম।
দীপা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভানেত্রী মিলে মধ্য চরের ৯জন দুঃস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
বাংলার কথা/ সেপ্টেম্বর ১১, ২০২০

