নিজস্ব প্রতিনিধি, রাজশাহী :
আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস-২০২২ উপলক্ষে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামান এঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোনাজাত করেন গণপূর্ত অধিদফতর, রাজশাহী।
গণপূর্ত অধিদফতর, রাজশাহীর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গণপূর্ত জোন, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মিছবাহ উদ্দিনের নের্তৃত্বে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফজলুক হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসার (নির্বাহী প্রকৌশলী) ফেরদৌস শাহনেওয়াজ কান্তা, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের, জাতীয় চার নেতাসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মিছবাহ উদ্দীন।