শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

রহনপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ২৮, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রহনপুর :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চৌডালা এলাকার মহানন্দা নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থী রহনপুর পৌর এলাকার হামিদপাড়া মহল্লার আব্দুল আলিমের ছেলে হোসাইন(১৫)। বৃহস্পতিবার সে নিখোঁজ হয়েছিল।

এ বিষয়ে নিহত শিশুর বাবা আলিম জানান, বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রহনপুর পৌর এলাকার রেল ব্রিজের নিচে মহানন্দা নদীতে গোসল করতে নামে হোসাইন। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে শুক্রবার সকালে চৌডালা এলাকা থেকে ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করলে ময়নাতদন্ত ছাড়াই তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানায় একটি ইউপি মামলা করা হয়েছে।

সর্বশেষ - প্রচ্ছদ