শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

রংপুরে বিশৃঙ্খলা করলে বিএনপিকে প্রতিহতের করবে আ.লীগ

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ২৮, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
রংপুরে বিএনপির গণসমাবেশে কোন প্রকার বিশৃঙ্খলা করা হলে মহানগর আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দিয়েছে মহানগর আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি অভিযোগ করে বলেন, রংপুরে আওয়ামী লীগের বিলবোর্ডের উপর গণসমাবেশের বিলবোর্ড টাঙিয়েছে। যা একটি দলের প্রতি আরেকটি দলের প্রতিহিংসা। অবিলম্বে তাদের ব্যানার সরিয়ে নেয়া না হলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। গণসমাবেশের নামে নগরীতে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, আজকের মধ্যে আমাদের বিলবোর্ডের উপর থেকে যদি তাদের বিলবোর্ড না সরিয়ে নেয় তাহলে আমরা নিজেরাই তা সরাবো। বিএনপি একটা উশৃঙ্খল দল, তারা বিভিন্ন জঙ্গী, মৌলবাদ, বোমাবাজ, গ্রেনেড হামলাকারীদের নিয়ে সমাবেশ করছে। শান্তিপূর্ণ সমাবেশ হোক তারাই চায় না। বিএনপি নিজেরা দ্বন্দ্ব করে দোষ আমাদের ঘাড়ে চাপায়। তারা কোন দিনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় না। তারা চায় গায়ে পড়ে ঝগড়া করতে।

এ সময় দলের বিভিন্নস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - প্রচ্ছদ