মোহনপুর প্রতিনিধি o
রাজশাহীর মোহনপুরে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । গত শুক্রবার সন্ধার পর উপজেলা সীমান্তের বুরুজ ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ( ১২ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের জেল- হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারঘরিয়া নতুনবাজার গ্রামের সুবাশ হাওলাদারের ছেলে রুপচাঁন হাওলাদার (২৮) ও তানোরর উপজেলার কাশেম বাজার এলাকার ভদ্রখন্ড গ্রামের মোহাম্মদ অালীর ছেলে আব্দুর রহমান উল্লাস (১৯)।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মোহনপুর উপজেলার সীমান্ত বুরুজ ব্রীজ এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় তাদেরকে ৩৪ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলার কথা/এম এম মামুন/ সেপ্টেম্বর ১২, ২০২০