মোহনপুর প্রতিনিধি o
রাজশাহীর মোহনপুর উপজেলার ভাতুড়িয়া উত্তর পাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে পাঠাগারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ৫ নং বাকসিমইল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শাওন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা শিল্প একাডেমির প্রশিক্ষক মো. শাইফুল ইসলামসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঠাগারের সকল সদস্যবৃন্দ। পাঠাগারের উদ্বোধন শেষে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার দেন প্রধান অতিথি কাজী শাওন।
বাংলার কথা/এম এম মামুন/ সেপ্টেম্বর ১৮, ২০২০