মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

মোড় ঘুরতেই বাসের নিচে মোটরসাইকেল, ২ আরোহী নিহত

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ১০, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার রসুলপুর এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই সড়কের রসুলপুর এলাকায় মোড় ঘুরতেই বাসের নিচে পিষ্ট হয় মোটরসাইকেল।

নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নোয়গাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (৩০) ও কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে জাবেদ হোসেন (১৯)। ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ওই সড়কের রসুলপুর এলাকায় মোড় থাকায় বাস ও মোটরসাইকেল দেখতে পাননি চালক। আর মোড় ঘুরতেই কুমিল্লাগামী বোগদাদ পরিবহণের একটি বাসের নিচে ঢুকে যায় ও পিষ্ট হয় শাহরাস্তিগামী মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী মারা যান।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

সর্বশেষ - প্রচ্ছদ